মুজতাহিদ আলিমদের মর্যাদা

Image may contain: text


মুজতাহিদ আলিমদের মর্যাদা


বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেমেদ্বীন, সাবেক সাঊদী গ্র্যান্ড মুফতী, উস্তাযুল আলিম,আশ শাইখুল আল্লামাহ, ঈমাম আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায [ রাহিমাহুল্লাহ ] বলেন -
وعلي له أجر الاجتهاد وأجر الصواب جميعا وهذه هي القاعدة الشرعية في حق المجتهدين من أهل العلم أن من اجتهد في طلب الحق ونظر في أدلته من قاض أو مصلح أو محارب فله أجران إن أصاب الحق وأجر واحد إن أخطأ الحق أجر الاجتهاد كما قال صلى الله عليه وسلم: «إذا حكم الحاكم فاجتهد فأصاب فله أجران وإذا حكم فاجتهد وأخطأ فله أجر
ুজতাহিদ আলেমগণের ব্যাপারে এটাই হচ্ছে কায়েদা বা নিয়ম: আলেমগণের মধ্যে যিনি হক বা সঠিক অভিমতে পৌঁছার জন্য ইজতিহাদ (গবেষণা) করেছেন, দলিল প্রমাণ বিচার-বিশ্লেষণ করেছেন তিনি যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন তাহলে তিনি পাবেন দুইটি সওয়াব। আর যদি তিনি ভুল সিদ্ধান্তে পৌঁছেন তাহলে তিনি একটি সওয়াব পাবেন; তথা ইজতিহাদ (গবেষণা)
করার সওয়াব।
আমর ইব্‌নু ‘আস (রাঃ) থেকে বর্ণিতঃ: তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে ) - এ কথা বলতে শুনেছেন যে -
عن عمرو بن العاص، أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ‏ "‏ إذا حكم الحاكم فاجتهد ثم أصاب فله أجران، وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر ‏"‏‏.‏
কোন মুজতাহিদ ইজ্‌তিহাদে সঠিক সিদ্ধান্তে পৌঁছলে তার জন্য আছে দু’টি পুরস্কার। আর মুজতাহিদ ইজ্‌তিহাদে ভুল করলে তার জন্যও রয়েছে একটি পুরস্কার। [মুসলিম ৩০/৬, হাঃ ১৭১৬ সহিহ বুখারী, হা/ ৭৩৫২, আবু দাউদ হা/ ৩৫৭৪
সোর্সঃ  [মাজমুঊ ফাতাওয়া ইবনু বায : ৬/৮৯]


No comments

Theme images by konradlew. Powered by Blogger.