চুল দাড়িতে কালো কালার ব্যবহার করা সম্পর্কে কঠোর সতর্কবানী

চুল দাড়ি কালো করা

চুল দাড়িতে কালো কালার  ব্যবহার করা সম্পর্কে কঠোর সতর্কবানী

সাদা চুল অথবা দাড়ি উপড়ানো নিষেধঃ

আমর ইবন শুয়াইব (রঃ) হতে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সুত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ‘’তোমরা পাকা চুল উপড়িয়ে ফেলো না। কেননা কোনো মুসলিম ইসলামের মধ্যে চুল পাকালে (অর্থাৎ বৃদ্ধ হলে) এটা তাঁর জন্য কিয়ামতের দিন উজ্জ্বল নুর হবে।

অন্য বর্ণনায় আছে,  আল্লাহ সেই ব্যক্তির প্রতিটি পাকা চুলের পরিবর্তে তাকে একটি নেকী দান করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দিবেন। অপর বর্ণনায় আছে, পাকা চুল মুসলমানের জ্যোতি। আবু দাউদ ৪২০২; তিরমিযি ২৮২১; ইবন মাযাহ ৩৭২১; রিয়াদুস সালিহীন ১৬৫৫ (আলবানি হাদিসটিকে হাসান সহীহ বলেছেন)       

চুল বা দাড়ি সাদা হয়ে গেলে তাতে কালো রঙ ছাড়া অন্য যে কোনো রঙ ব্যাবহার করা জায়েয, বরং তা ব্যাবহার করাই উত্তমঃ 

আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী (সাঃ) বলেছেনঃ ‘’ইহুদী ও খৃস্টানরা খেযাব ব্যবহার করে না। সুতরাং তোমরা তার বিপরীত করো’’ বুখারী ৩৪৬২, ৫৮৮৯; মুসলিম ৫৪০৩-(৮০/২১০৩); ইবন মাযাহ ৩৬২১; আবু দাউদ ৪২০৩; তিরমিযি ১৭৫২ 

সাদা চুল- দাড়িকে মেহেদী, কাতাম, হলুদ ও যাফরান ইত্যাদি দিয়ে লাল, হলুদ ইত্যাদি রঙে রঞ্জিত করা যায়, তবে এর মধ্যে মেহেদী ও কাতামের রঙ হচ্ছে সর্বোত্তমঃ 

আবু যার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ''যেসব জিনিস দিয়ে তোমরা বার্ধক্যকে পরিবর্তন করতে পার তার মধ্যে মেহেদি ও কাতাম (এক প্রকার উদ্ভিদ বা ঘাস) হলো সর্বোত্তম’’ তিরমিযি ১৭৫৩; আবু দাউদ ৪২০৫; ইবন মাযাহ ৩৬২২ (আলবানি সহীহ বলেছেন) 

চুল-দাড়িতে কালো রঙ ব্যবহার করা সম্পর্কে কঠোর সতর্কবানীঃ

অনেক মুসলিমেরা তাদের সাদা চুল-দাড়িতে কালো রঙ দিয়ে নিজেদেরকে যুবক কিংবা অপেক্ষাকৃত কম বয়সী বলে প্রকাশ করে থাকেন। এবং নারীরা নিজেদের বয়স গোপন করার জন্য অথবা সৌন্দর্য বর্ধনের উদ্যেশ্যে চুলে কালো রঙ করে থাকেন। এতে প্রথমত, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছেন, এবং মিথ্যা আত্মতৃপ্তি অর্জন করছেন। আর দ্বিতীয়ত আল্লাহর সৃষ্টিকে গোপন করে অন্য মানুষকে প্রতারিত করছেন। চুলে কালো রঙ করা নারী-পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ।  চুল-দাড়িতে কালো রঙ লাগানো একটি হারাম কাজ ও কবীরা গুনাহ।   

জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আবু কুহাফাকে নাবী (সাঃ)-এর নিকট আনা হল। তাঁর মাথার চুল ছিল ধবধবে সাদা। রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ ‘’তোমরা তাকে তাঁর কোনো স্ত্রীর নিকট যাও এবং সে যেন তাঁর (চুলের) রং পরিবর্তন করে দেয়। তবে তোমরা তাঁর জন্য কালো রং পরিহার করো’’ মুসলিম ৫৪০১-(৭৮/২১০২), ৫৪০২-(৭৯...); ইবন মাযাহ ৩৬২৪; আবু দাউদ ৪২০৪; রিয়াদুস সালিহীন ১৬৪৫  

চুল-দাড়িতে কালো রঙ দিয়ে খেযাব লাগানো ব্যক্তির দিকে আল্লাহ তায়ালা রহমতের দৃষ্টিতে তাকাবেন নাঃ 

ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ''শেষ যামানায় একটি কওম হবে, যারা চুলে কালো রঙ লাগাবে। আল্লাহ তায়ালা তাঁদের দিকে (রহমতের) দৃষ্টি দিবেন না'' হায়সামী, মাযমাউয যাওয়ায়েদ ৫/২৮৮/৮৭৯৩ (হায়সামী সনদটিকে জাইয়িদ বলেছেন) 

চুল-দাড়িতে কালো রঙ দিয়ে খেযাব লাগানো ব্যক্তি জান্নাতের সুগন্ধও পাবে নাঃ 

ইবন আব্বাস (রাঃ) সুত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ‘’শেষ যুগে এমন সম্প্রদায়ের আবির্ভাব হবে, যারা কবুতরের গলার ন্যায় কালো রঙের খেযাব লাগাবে। তারা জান্নাতের ঘ্রাণও পাবে না’’ আবু দাউদ ৪২১২ (আলবানি হাদিসটিকে সহীহ বলেছেন)

এ ব্যাপারে সৌদির ‘গবেষণা, ইলমিয়া, ফাতাওয়া স্থায়ীবোর্ড’ এর ফাতাওয়াঃ 

‘’সাদা চুল-দাড়িতে কালো খেযাব ব্যবহার করা পুরুষ-মহিলা কারো জন্য জায়েজ নয়’’ ফাতাওয়া আল-লাজনাতুদদায়িমাহ, ৫ম খণ্ড, ফাতাওয়া নঃ ৩২৭, ১৬৪০, ১৮৩৯, ৯৪০৭; পৃষ্ঠা নঃ ১৬৫-১৬৮ (সুত্রঃ ইসলামে দাড়ির বিধান, আবুল কালাম মুহাম্মাদ আব্দুর রহমান; পৃষ্ঠা নঃ ১৫) 

মহান আল্লাহ তায়ালা আমাদের সকল মুসলিম ভাই ও বোনকে ইসলাম নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।


লেখক ঃ আনিছুর রহমান 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.