আযানের আগে কি নামাজ পড়া যায়?

প্রশ্নঃ শুনেছি যে, আযানের ১৫ মিনিট আগে নামাজ পড়া যায়। এটা কতটুকু সত্য?
উত্তর:
নামাযের সময় হলেই নামায পড়া যাবে। সময় হওয়ার আগে অথবা শরিয়ত সম্মত ওজর ব্যতিরেকে সময় অতিবাহিত হওয়ার পর পড়লে তা শুদ্ধ হবে না। কেননা নামাযের অন্যতম একটি শর্ত হল, সময় হওয়া। আযান হোক বা না হোক।
তবে সাধারণত: সময় হওয়ার পরই আযান দেয়া হয়।
উত্তর:
নামাযের সময় হলেই নামায পড়া যাবে। সময় হওয়ার আগে অথবা শরিয়ত সম্মত ওজর ব্যতিরেকে সময় অতিবাহিত হওয়ার পর পড়লে তা শুদ্ধ হবে না। কেননা নামাযের অন্যতম একটি শর্ত হল, সময় হওয়া। আযান হোক বা না হোক।
তবে সাধারণত: সময় হওয়ার পরই আযান দেয়া হয়।
আল্লাহ তাআলা বলেন,
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
"নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে।" (সূরা নিসা: ১০৩)
যাহোক, নামায পড়ার পূর্বে অবশ্যই নিশ্চিত হতে হবে যে, সময় হয়েছে কি না। সময় না হলে পড়া যাবে না।
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
"নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে।" (সূরা নিসা: ১০৩)
যাহোক, নামায পড়ার পূর্বে অবশ্যই নিশ্চিত হতে হবে যে, সময় হয়েছে কি না। সময় না হলে পড়া যাবে না।
উল্লেখ্য যে, পুরুষদের জন্য জামাআতের সাথে সালাত আদায় করা সুন্নতে মুআক্কাদা। অনেক আলেমের মতে ওয়াজিব। সুতরাং বিনা কারণে জামাআত পরিত্যাগ করা একদম অনুচিত। আল্লাহ তাওফিক দান করুন। আমীন।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
No comments