ইদানীং নামাযে নিয়মিত হতে পারছি না

Image may contain: text

ইদানীং নামাযে নিয়মিত হতে পারছি না...


প্রশ্ন: ইদানীং নামাযে নিয়মিত হতে পারছি না। আগে তাহাজ্জুদ নামায পড়ার জন্য মন ব্যাকুল হয়ে যেত। ফরজ নামাযে চক্ষু শীতল হত। কিন্তু দিনদিন আমার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গতকাল এক ওয়াক্তও নামায পড়ি নি। আজ এখনও না। আমার করণীয় কী?

উত্তর:
দুআ করি, আল্লাহ আপনার মনকে দ্বীনের উপর অবিচল রাখুন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আমীন।

যাহোক সংক্ষপে আপনার জন্য কয়েকটি দিক নির্দেশনা হল:

১) আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা (বেশি বেশি ইস্তিগফার পাঠ করা)
২) শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া (বেশি বেশি 'আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম' পাঠ করা)
৩) মনকে দ্বীনের পথে অবিচল রাখার জন্য আল্লাহ নিকট দুআ করা।
৪) কুরআন পাঠ করা এবং তরজমা ও তাফসীর পাঠ করা।
৫) মনের মধ্যে কেন এমন পরিবর্তন হল তা খুঁজে বের করা।
৬) বিশেষ কোনো গুনাহে জড়িয়ে পড়লে অনতিবিলম্বে তওবা করে আল্লাহ পথে ফিরে আসা।
৭) মানসিক কোনো কারণে অস্থিরতা থাকলে তার সমাধান খোঁজা।
৮) নামায ছাড়ার ভয়াবহ শাস্তির কথা স্মরণ করা।
৯) সৎসঙ্গী-সাথীদের সাথে চলাফেরা করা।
১০) ভালো কোনো আলেমের সাথে দেখা করে তাঁর নিকট আপনার সমস্যাগুলো খুলে বলা এবং তার সুদপুদেশ ও পরামর্শ গ্রহণ করা ইত্যাদি।

আল্লাহ তাওফিক দান করুন। আমীন।

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

No comments

Theme images by konradlew. Powered by Blogger.