অনেকে কথা বলার সময় বলে, "ভালো থাকবেন"। এ রকম কথা বললে কি তা শিরকের পর্যায়ে পড়বে?

Image may contain: text

প্রশ্ন:অনেকে কথা বলার সময় বলে, "ভালো থাকবেন"। এ রকম কথা বললে কি তা শিরকের পর্যায়ে পড়বে?

উত্তর:
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন...এ জাতীয় বাক্য ব্যবহারে ইসলামের দৃষ্টিতে কোন আপত্তি নাই। কারণ কোন ঈমানদার ব্যক্তি যখন এ কথাগুলো বলে তখন তার নিয়ত এটাই থাকে যে, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা ইত্যাদি একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। নিজস্ব শক্তি ও যোগ্যতা বলে কেউ তা অর্জন করতে পারে না।
এর প্রমাণ হল, যদি তাকে জিজ্ঞেস করা হয় যে, মানুষ কি নিজে নিজে ভালো ও সুস্থ থাকতে পারে না কি আল্লাহই মানুষকে ভালো ও সুস্থ রাখেন?

ঈমাদার ব্যক্তি অবশ্যই বলবে, এগুলো আল্লাহর পক্ষ থেকেই হয়। এ কথা মুখে সে না বললেও তার অন্তরে এ বিশ্বাস বিদ্যমান।

সুতরাং এ জাতীয় বাক্য ব্যবহারে কোন আপত্তি নেই। এটিকে 'শিরক' বলা দ্বীন সম্পর্কে বাড়াবাড়ি এবং দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার প্রমাণ।
তবে কারো অন্তরে যদি এ বিশ্বাস থাকে যে, এ সবের পেছনে আল্লাহর কোন ক্ষমতা নেই তাহলে এটি হল নাস্তিকতা ও আল্লাহর প্রতি অবিশ্বাসের শামিল। এ বিশ্বাসের কারণে সে ঈমানের গণ্ডি থেকে বের হয় যাবে। আল্লাহ আলাম।

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইর দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA

No comments

Theme images by konradlew. Powered by Blogger.