তিনি কেঁদেছেন আপনার জন্য!

তিনি কেঁদেছেন আপনার জন্য!
আজ থেকে প্রায় ১৪শ বছর পূর্বে কেউ একজন আপনার জন্য খুব কেঁদেছিলেন! আপনাকে " ভাই" বলে ডেকেছিলেন! আপনার খুব হিতাকাংখী ছিলেন!
আপনার সাথে সাক্ষাতের আকাংখা পোষণ করেছিলেন! জানেন তিনি কে?
তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদূর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আবু জুম‘আহ আনছারী (রাঃ) বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ (ছাঃ)-এর সঙ্গে দুপুরের খানা খাচ্ছিলাম। এ সময় আবু ওবায়দাহ ইবনুল জাররাহ আমাদের সঙ্গে ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমাদের চাইতে উত্তম কেউ আছে কি? আমরা আপনার কাছে ইসলাম কবুল করেছি এবং আপনার সাথে জিহাদ করেছি। তখন রাসূলুল্লাহ (ছাঃ) বললেন,
ﻗَﻮْﻡٌ ﻳَﻜُﻮْﻧُﻮْﻥَ ﻣِﻦْ ﺑَﻌْﺪِﻯْ
ﻳُﺆْﻣِﻨُﻮْﻥَ ﺑِﻰْ ﻭَﻟَﻢْ ﻳَﺮَﻭْﻧِﻰْ
‘হ্যাঁ। তারা হ’ল আমার পরবর্তী লোকেরা, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করবে অথচ তারা আমাকে দেখেনি’।[আহমাদ হা/১৭০১৭; মিশকাত হা/৬২৮২, সনদ ছহীহ]
.
প্রায় একই মর্মে হযরত মু‘আয বিন জাবাল (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, যেখানে তিনি প্রশ্ন করেছিলেন -
ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠﻪِ، ﻫَﻞْ ﻣِﻦْ ﻗَﻮْﻡٍ ﺃَﻋْﻈَﻢُ ﺃَﺟْﺮًﺍ ﻣِﻨَّﺎ؟ ﺁﻣَﻨَّﺎ ﺑِﻚَ ﻭَﺍﺗَّﺒَﻌْﻨَﺎﻙَ
'আমাদের চাইতে অধিক পুরস্কারের অধিকারী কেউ আছে কি? আমরা আপনার উপরে বিশ্বাস স্থাপন
করেছি এবং আপনার পদাংক অনুসরণ করেছি’।
জবাবে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
ﻣَﺎ ﻳَﻤْﻨَﻌُﻜُﻢْ ﻣِﻦْ ﺫَﻟِﻚَ ﻭَﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪِ ﺑَﻴْﻦَ ﺃَﻇْﻬُﺮِﻛُﻢْ ﻳَﺄْﺗِﻴْﻜُﻢْ ﺑِﺎﻟْﻮَﺣْﻲِ ﻣِﻦَ ﺍﻟﺴَّﻤَﺎﺀِ، ﺑَﻞْ ﻗَﻮْﻡٌ
ﻣِﻦْ ﺑَﻌْﺪِﻛُﻢْ ﻳَﺄْﺗِﻴْﻬِﻢْ ﻛِﺘَﺎﺏٌ ﺑَﻴْﻦَ ﻟَﻮْﺣَﻴْﻦِ ﻳُﺆْﻣِﻨُﻮْﻥَ ﺑِﻪِ ﻭَﻳَﻌْﻤَﻠُﻮْﻥَ ﺑِﻤَﺎ ﻓِﻴْﻪِ، ﺃُﻭﻟَﺌِﻚَ ﺃَﻋْﻈَﻢُ ﻣِﻨْﻜُﻢْ ﺃَﺟْﺮًﺍ ﻣَﺮَّﺗَﻴْﻦِ ‘
ঐ মহাপুরষ্কার থেকে তোমাদের কে বাধা দিবে?
এমতাবস্থায় যে, আল্লাহর রাসূল (ছাঃ) তোমাদের মধ্যে আছেন, যিনি তোমাদের নিকটে আসমান থেকে ‘অহী’ নিয়ে আসছেন। বরং অধিক পুরষ্কারের মালিক হবে তারাই, যারা তোমাদের পরে আসবে। যাদের নিকটে দুই মলাটে মোড়ানো কিতাব (কুরআন) আসবে, যার উপরে তারা বিশ্বাস স্থাপন করবে এবং সে অনুযায়ী আমল করবে। তারা তোমাদের চাইতে দ্বিগুণ পুরস্কারের মালিক হবে’।
[ ইবনু হাজার, আল-ইছাবাহ; হাকেম ৪/৮৫; বুখারী, তারীখ কাবীর ২/৩১১, ত্বাবারাণী,
মু‘জামুল আওসাত্ব, সিলসিলা ছহীহাহ হা/৩৩১০]
.
একদিন চলার পথে রাসূল ﷺ কেঁদে উঠে বলেন,
ﻭَﺩِﺩْﺕُ ﺃَﻧِّﻲْ ﻟَﻘِﻴْﺖُ ﺇِﺧْﻮَﺍﻧِﻲْ
‘আমি আমার ভাইদের সাথে সাক্ষাতের আকাংখা পোষণ করছি।’ ছাহাবীগণ বললেন, আমরা কি আপনার ভাই নই? জবাবে রাসূল ﷺ বললেন,
ﺃَﻧْﺘُﻢْ ﺃَﺻْﺤَﺎﺑِﻲْ ﻭَﻟَﻜِﻦْ ﺇِﺧْﻮَﺍﻧِﻲْ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﺁﻣَﻨُﻮْﺍ ﺑِﻲْ ﻭَﻟَﻢْ ﻳَﺮَﻭْﻧِﻲْ
‘তোমরা আমার সাথী। আর আমার ভাই হল তারা, যারা আমাকে না দেখেই আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে’। [আহমাদ হা/১২৬০১; ছহীহাহ হা/২৮৮৮]
মনে রাখবেন, যে ব্যক্তি নিজের স্ত্রী, সন্তান, মা-বাবা, ভাই-বোন এমনকি দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহর রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রাধিকার না দিবে অথবা অধিক প্রিয় ও অধিক ভালবাসার হকদার মনে না করবে সে কখনোই প্রকৃত মু'মিন হতে পারবেনা!
No comments