°°° সকালে মুমিন; সন্ধ্যায় কাফির °°°
প্রশ্ন: হাদিসে আছে " রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অন্ধকার রাতের টুকরোসমূহের মত (যা একটার পর একটা আসতে থাকে এমন) ফিতনাসমূহ আসার পূর্বে নেকীর কাজ দ্রুত করে ফেল। মানুষ সে সময়ে সকালে মুমিন থাকবে এবং সন্ধ্যায় কাফের হয়ে যাবে অথবা সন্ধ্যায় মুমিন থাকবে এবং সকালে কাফের হয়ে যাবে।" শাইখ, এ হাদিসের আলোকে এ কথাগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা জানাবেন দয়া করে।
উত্তর :
এ প্রসঙ্গে বর্ণিত হাদিসটি নিম্নরূপ:
عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه : أَنَّ رَسُولَ الله ﷺ، قَالَ: «بَادِرُوا بِالأعْمَال فتناً كَقِطَعِ اللَّيْلِ المُظْلِمِ، يُصْبحُ الرَّجُلُ مُؤْمِناً وَيُمْسِي كَافِراً، وَيُمْسِي مُؤمِناً ويُصبحُ كَافِراً، يَبيعُ دِينَهُ بعَرَضٍ مِنَ الدُّنيا». رواه مسلم
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
"তোমরা অন্ধকার রাতের টুকরোসমূহের মত (যা একটার পর একটা আসতে থাকে এমন) ফিতনাসমূহ আসার পূর্বে নেকীর কাজ দ্রুত করে ফেল। মানুষ সে সময়ে সকালে মুমিন থাকবে এবং সন্ধ্যায় কাফের হয়ে যাবে অথবা সন্ধ্যায় মুমিন থাকবে এবং সকালে কাফের হয়ে যাবে। নিজের দ্বীনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রয় করবে।" [মুসলিম ১১৮, তিরমিযী ২১৯৫, আহমদ ৭৯৭০, ৮৬৩১, ৮৮২৯]
সংক্ষিপ্ত ব্যাখ্যা:
কিয়ামতের আগে মানুষ এতটাই দুনিয়া মুখী হবে যে, তারা দুনিয়ার বিনিময়ে দীন বিক্রি করে দিবে। দুনিয়া হাসিলের স্বার্থে কুফরী মূলক কাজ করবে বা কুফুরী মূলক কথা বলে ইসলাম থেকে বের হয়ে যাবে। অর্থের বিনিময়ে ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ ও তাঁর রাসূলকে গালাগালি করবে। পার্থিব স্বার্থে কাফেরদেরকে ইসলামের বিরুদ্ধে সাহায্য করবে। টাকা-পয়সার লোভে মদ, জিনা, সুদ, ঘুষ ইত্যাদি হারাম জিনিসকে হালাল বলে ফতোয়া দিবে। এভাবে আর্থিক লোভ-লালসার শিকার হয়ে একশ্রেণীর মানুষ দীনকে বিক্রয় করতে কুণ্ঠাবোধ করবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।
তাই আমাদের করণীয় হল, এমন ফিতনায় পতিত হওয়ার পূর্বে অধিক পরিমাণে নেক কাজ করা, আল্লাহর নিকট তওবা করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা এবং সকল প্রকার সংশয় ও সন্দেহ পূর্ণ স্থান, কথা ও কাজ থেকে দূরে অবস্থান করা আর নিজের মধ্যে ঈমানী দুর্বলতা অনুভব করলে ঈমান নবায়ন করে নেয়া।
আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন এবং সকল ফিতনা-ফ্যাসাদ থেকে রক্ষা করুন। আমীন।
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।
No comments