লাহাব কে ছিল, তার সন্তান-সন্ততি কতজন এবং তাদের মাঝে কে কে ইসলাম কবুল করেছিলেন?

No photo description available.


প্রশ্ন: আবু লাহাব কে ছিল, তার সন্তান-সন্ততি কতজন এবং তাদের মাঝে কে কে ইসলাম কবুল করেছিলেন?

উত্তর :
আবু লাহাব ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচা (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পিতা আব্দুল্লাহর সৎ ভাই)।আবু লাহাব এর সন্তান ছিল ৪ জন। তিন ছেলে ও এক মেয়ে।

ছেলেদের নাম যথাক্রমে:
১) উতবাহ রা. (সাহাবী)
২) মুতআব রা. (সাহাবী)
৩) উতাইবাহ (মুশরিক)

আর মেয়ের নাম: দুররাহ বিনতে আবি লাহাব রা. । (মহিলা সাহাবীয়াহ)

তার দুই ছেলে উতবা রা. ও মুতআব রা. মক্কা বিজয়ের দিন ইসলাম কবুল করেছিলেন। কিন্তু উতাইবা ইসলাম কবুল করে নি।

এই উতাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কন্যা উম্মে কুলসুম রা. কে বিবাহ করেছিল। আর উতবা বিয়ে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আরেক কন্যা রুকাইয়া রা. কে।

কিন্তু সূরা লাহাব নাযিল হওয়ার পর আবু লাহাব তার ছেলেদ্বয়কে বাধ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কন্যাদ্বয়কে তালাক দিতে।
পরবর্তীতে উসমান বিন আফফান রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রিয় কন্যাদ্বয়কে বিয়ে করেন। (একজনের ইন্তেকালের পরে আরেকজনকে)

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব

No comments

Theme images by konradlew. Powered by Blogger.