হিন্দুদের 'বেদে' মুহাম্মদ সাঃ কে মানতে বলা হয়েছে

Image may contain: text

মাগরিবের নামাজ শেষে বাসায় আসার পরে ফোন আসলো । ওপাশ থেকে জনৈক- আপনি তো মাঠে ময়দানে অমুসলিমদের ইসলামের দাওয়াত দেন । বললাম জ্বী ভাইজান সত্য প্রকাশ করার চেষ্টা করা হয়। সত্য প্রকাশ করাকে আমি আমার কাজ বানিয়ে নিয়েছি।
ভাইটি বললো, ইউটিউবে দেখলাম, আপনি বিভিন্ন সময় দাওয়াত দেন। আজ আমি আপনাকে সনাতন ধর্ম গ্রহন করার দাওয়াত দিচ্ছি আপনি হিন্দু ধর্ম গ্রহন করুন।
বললাম , আমিও তো চাই হিন্দু ধর্ম গ্রহন করতে। কীভাবে কীভাবে হিন্দু ধর্ম গ্রহন করা যায় আমাকে সিস্টেমটা বলবেন কি ভাই?
ভাইটি বললেন , কীভাবে মানে ?
আমি বললাম , ধরেন একটি ঘরে যেতে হলে প্রথমে দরজা দিয়ে প্রবেশ করতে হয়। তেমনি ইসলামে প্রবেশ করতে হলে কালিমা নামক দরজা দিয়ে ঢুকতে হয়।
এখন বলুন হিন্দু ধর্মে এরকম কোন পদ্ধতি আছে কিনা , যার মধ্যমে আমি হিন্দু ধর্ম গ্রহন করতে পারবো ?
ভাইটি অনেক ভেবে চিন্তে বললেন, না ভাই এরকম তো কোন সিস্টেম আমার জানা নাই!
আমি বললাম, তাহলে কীভাবে আমি আপনার দাওয়াত কবুল করে হিন্দু ধর্ম গ্রহন করবো?
তাছাড়া, যে ধর্ম আমাকে মুক্তি দিতে পারবেনা সে ধর্ম আমি কেনই বা গ্রহন করবো ?
ভাইজান কি জানেন আপনার প্রধান ধর্মীয় গ্রন্থের নাম বেদ ?
-জ্বী ভাই কেন জানব না ?
আপনি কি বেদ মানেন ?
-জ্বী বেদ তো মানতেই হবে ।
আচ্ছা তাহলে তো ভালই হলো বেদে তো মুহম্মদ (সাঃ) এবং তার শেখানো পথ ইসলামকে মানতে বলা হয়েছে। আপনি তো ইসলাম মানেন না। তাহলে এবার বলুন কীভাবে আপনি বেদ মানলেন ?
-কি বলেন এসব আজগুবী কথা বার্তা ? বেদে আবার কোথায় এরকম বলা আছে ?
জ্বী ভাইজান বেদেই এরকম বলা আছে। আপনি যেহেতু বেদ পড়েন নাই তাই জানেন না । চলেন আপনাকে আপনার বেদের সত্য কথাগুলো শোনাই । যা আপনার পণ্ডিতগণ আপনাদের কাছ থেকে গোপন করে রেখেছে ।
*হিন্দুধর্মে যুগ চারটি
-সত্য
-ত্রেতা
-দাপর
-কলি।
কলিযুগের শেষ অবতার যাকে আমাদের পরিভাষায় শেষ নবী বলি, সেই কল্কি অবতারের নাম, পিতার নাম, জন্মস্থান ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বর্ণনা আপনাদের ধর্মীয় গ্রন্থে পাওয়া যায়। আপনারা যার অপেক্ষা করছেন, এগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সকল মানুষের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ই প্রমাণিত হয়। নিম্নে তার বর্ণনা দেয়া হলো-
★অন্তিম অবতারের নামঃ
অন্তিম অবতার বা শেষ রাসূলের নাম হবে ‘নরাশংস’।
“নরাশংসং সৃধৃষ্টমমপশ্যং সপ্রথস্তমং দিবো ন সদ্মমখসম ॥
-ঋগ্বেদ ১/১৮/৯
আমরা একটু বিশ্লেষণ করলে দেখা যাবে, ‘নরাশংস’ সংস্কৃত ভাষা। যার বাংলা অর্থ হয় ‘প্রশংসিত ব্যক্তি’। যার আরবী অর্থ হয় ‘মুহাম্মদ’। আর সকল মানুষের সর্বশেষ নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
অন্তিম অবতারের পিতার নামঃ
অন্তিম অবতারের পিতার নাম হবে ‘বিষ্ণু যশা’।
‘‘সুমত্যাং বিষ্ণুযশসা গর্ভমাধত্ত বৈষ্ণবম্।’’
-কল্কি-পুরান-১/২/১১
এর বিশ্লেষণ করলে দেখা যাবে, ‘বিষ্ণু যশা’ শব্দটি সংস্কৃত শব্দ। যার বাংলা অর্থ হয়, ‘মালিকের দাস’। যার আরবী অনুবাদ হয় ‘আবদুল্লাহ’।
আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ।
অন্তিম অবতারের মাতার নামঃ
অন্তিম অবতারের মাতার নাম সম্পর্কে কল্কি পুরানে লেখা আছে যে, তার নাম হবে ‘সুমতি’।
‘‘সুমত্যাং মাতরি বিভো। কন্যায়াংত্বন্নিদেশত:।।”
-কল্কিপুরাণ-১/২/৪
এর বিশ্লেষণ করলে দেখা যাবে, ‘সুমতি’ শব্দটি সংস্কৃত ভাষা।
যার বাংলা অর্থ হয়, ‘নিরাপদ-শান্তি’।
যার আরবী অনুবাদ হয় ‘আমিনা’। আর সর্ব শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাতার নাম ছিল আমিনা।
অন্তিম অবতারের জন্মস্থানঃ
অন্তিম অবতারের জন্মস্থান সম্পর্কে কল্কি পুরানে লেখা আছে, তিনি জন্ম গ্রহণ করবেন , ‘শম্ভল’ নামক স্থানে।
‘‘শম্ভলে বিষ্ণুযশসো গৃহে প্রদুর্ভবাম্যহম।’’
-কল্কিপুরাণ-১/২/৪
এর বিশ্লেষণ করলে দেখা যাবে, ‘শম্ভল’ শব্দটি সংস্কৃত ভাষা। যার বাংলা অর্থ হয়, ‘শান্তির স্থান’। যার আরবী অনুবাদ হয় ‘বালাদুল আমিন’। আর মক্কা মুকাররমার নাম হলো, বালাদুল আমিন। আর মুহাম্মদ সাল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন।
অন্তিম অবতারের জন্ম তারিখঃ
অন্তিম অবতার ‘মাধব মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখে জন্মগ্রহণ করবেন।’
‘‘দ্বাদশ্যাং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবঃ।”
-কল্কিপুরাণ-১/২/১৫
মাধব অর্থ বৈশাখ মাস, বিক্রমী ক্যালেন্ডার মতে বৈশাখকে বসন্তের মাস বলা হয়, যার আরবী অর্থ হয় ‘রবি’। শুক্ল পক্ষ, অর্থাৎ ‘প্রথম অংশ’ যার আরবী অনুবাদ হয়, ‘আওয়াল’। একত্রে হয় ‘রবিউল আওয়াল’ দ্বাদশ তারিখ অর্থাৎ ১২ তারিখ।
আর সর্বশেষ সকল মানুষের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘রবিউল আওয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেছেন।
এবার আপনি ভেবে দেখুন , অনুরোধ রইলো। ২১ মিনিট ১৫ সেকেন্ড কথা হলো । ভাইয়ের দিল বোধ হয় কিছুটা নরম হলো।। ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দিলেন, কিন্তু পরিচয় জানা হলো না। আমি আবারও আপনার ফোন কলের অপেক্ষায়। শুধু শুনতে চাই, ভাই আমি এক আল্লাহর কালিমার দরজা দিয়ে প্রবেশ করতে চাই।
অজানা অচেনা আমার এই অমুসলিম ভাইয়ের জন্য হেদায়েতের দোয়া রইলো । রব্বে কারীম কবুল করেন ।
আমিন ।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.