নিষ্পাপ হওয়ার আমল
\নিষ্পাপ হওয়ার আমল
আমর ইবনে আবাসা আস সুলামী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাহেলী যুগে যখন ছিলাম, তখন ধারনা করতাম সমস্ত মানুষ পথভ্রষ্টতায় নিমজ্জিত, তারা কোন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত নয়, কেননা সে সময় সব মানুষ মূর্তি পূজা করতো।
অতঃপর মক্কায় এক ব্যক্তি সম্পর্কে শুনতে পেলাম তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন।
তাঁর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আমি বাহনে চড়ে মক্কা আগমন করলাম, দেখতে পেলাম তিনি হচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...।
এই হাদীছের শেষ অংশে আছে....
আবাসা বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী ওযু সম্পর্কে আমাকে কিছু বলুন,
তিনি বললেন, তোমাদের কোন ব্যক্তি যখন ওযুর পানি নিকটে নিয়ে আসে, অতঃপর যখন কুলি করে নাকে পানি দেয় ও নাক ঝাড়ে তখন তার মুখের ভিতর থেকে ও নাকের ছিদ্র থেকে সকল পাপ ঝরে পড়ে যায়।
অতঃপর আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবে যখন মুখমণ্ডল ধৌত করে, তখন পানির সাথে তার মুখমন্ডলের দাড়ির শেষ প্রান্ত থেকে পাপসমূহ ঝরে পড়ে যায়। অতঃপর যখন হস্তদ্বয় কনুই পর্যন্ত ধৌত করে, তখন পানির সাথে তার উভয় হাতের আঙ্গুল সমূহের শেষ প্রান্ত থেকে পাপ সমূহ পড়ে যায়।
তারপর যখন মাথা মাসেহ করে তখন পানির সাথে তার মাথার চুলের শেষভাগ থেকে পাপসমূহ খসে পড়ে।
এরপর পদদ্বয় টাখনুসহ ধৌত করে, তখন পানির সাথে তার উভয় পায়ের আঙ্গুল সমূহের শেষ প্রান্ত থেকে পাপরাশি ঝরে পড়ে।
অতঃপর সেই ব্যক্তি যদি দন্ডায়মান হয়ে সালাত আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা করে ও গুণকীর্তন করে, তিনি যে সকল গুণের অধিকারী তা দ্বারা তার গুণগান বর্ণনা করে এবং একনিষ্ঠ চিত্তে একমাত্র আল্লাহর জন্যই তার অন্তরকে অন্য চিন্তা মুক্ত করে, তবে সে তার গুনাহ থেকে এমন দিনের ন্যায় নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করবে যেদিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ট দিয়েছিল।
হাদীসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম, হা/১৯৬৭।
সহীহ তারগীব ও তারহীব, হা/১৮৬
No comments