বিজয়ের এই দিনে


Image may contain: outdoor

বিজয়ের এই দিনে
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
বিজয়ের এই দিনের অন্যতম বড় শিক্ষা হচ্ছে, অত্যাচারী দাম্ভিক শাসককে সময়ের ব্যবধানে গণধিকৃত হয়ে লজ্জাজনক পরাজয় বরণ করে ইতিহাসের নর্দমায় নিক্ষিপ্ত হতে হয়। সুতরাং হে অত্যাচারীরা, ইতিহাস থেকে কি তোমরা শিক্ষা নিবে না?
তাই ৪৭তম বিজয়ের এই দিনে হৃদয়ের গহীন থেকে বারবার উচ্চারিত শ্লোগান হল:
“অত্যাচারী নিপাত যাক; মানবতা মুক্তি পাক।”
🇧🇩 দেশের মানুষ ততদিন পর্যন্ত বিজয়ের প্রকৃত সাধ অস্বাদন করবে না যতদিন না তারা শাসকদের পক্ষ থেকে সব ধরণের জুলুম, নির্যাতন, শোষণ, বঞ্চনা, অন্যায় ও অবিচার থেকে মুক্তি না পাবে, যতদিন না সরকারী লোকদের হাতে দেশের অর্থনীতি নিরাপদ হবে, ব্যাংক ডাকাতি বন্ধ না হবে, মজলুম মানবতা আদালতে ন্যায় বিচার না পাবে, গুম হয়ে যাওয়া বাবার নিষ্পাপ সন্তান আর স্বামী হারা বিধবার বোবা কান্না বন্ধ না হবে, মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে না পারবে...।
🇧🇩 শুধু শহিদ মিনারে একগাদা ফুল দিয়ে আসা আর কতক্ষণ দাঁড়িয়ে কৃত্রিম নীরবতা পালন, জাতীয় পতাকার সামনে স্যালুট এবং জাতীয় সঙ্গীত গাওয়ার নাম প্রকৃত দেশ প্রেম নয়। কারণ এ সব প্রদর্শনী দেশের ঘোরতর দুশমনও করতে পারে।
🇧🇩 প্রকৃত দেশপ্রেম তখন হবে যখন হৃদয়ে দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত রেখে দেশের মানুষকে হৃদয় নিংড়ানো ভালবাসা দিয়ে তাদের সেবায় জীবন উৎসর্গ করা হবে। নিজের সবটুকু যোগ্যতা ঢেলে সততা ও আন্তরিকতা সহকারে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করা হবে, দেশের মাটি ও মানুষকে ভালোবেসে সব ধরণের ঘুস, দুর্নীতি, অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে...।
🇧🇩 পরিশেষে,বাঙ্গালী জাতির গৌরবময় বিজয়ের এই দিনে এক বুক ভালবাসা তোমার জন্য হে আমার প্রিয় মাতৃভূমি।

একরাশ কৃতজ্ঞতা অত্যাচারী পাকিস্তানী হানাদারদের কবল থেকে মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি।

লেখক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

No comments

Theme images by konradlew. Powered by Blogger.