তিনটি ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়
দলীলঃ
َ رَسُولُ اللَّهِ ﷺَ يَقُولُ: لَا أَعُدُّهُ كَاذِبًا، الرَّجُلُ يُصْلِحُ بَيْنَ النَّاسِ، يَقُولُ: الْقَوْلَ وَلَا يُرِيدُ بِهِ إِلَّا الْإِصْلَاحَ، وَالرَّجُلُ يَقُولُ: فِي الْحَرْبِ، وَالرَّجُلُ يُحَدِّثُ امْرَأَتَهُ، وَالْمَرْأَةُ تُحَدِّثُ زَوْجَهَا-
রাসূলুল্লাহ ﷺ বলতেনঃ যে ব্যক্তি সম্পর্ক স্থাপনের জন্য যেসব কথা বলে থাকে সে কারণে তাকে আমি মিথ্যাবাদী মনে করি না। অনুরূপভাবে যুদ্ধের সময় কৌশল হিসেবে যেসব কথা বলা হয় এবং স্বামী স্ত্রীকে যা বলে এবং স্ত্রী স্বামীকে যা বলে (কল্যাণের জন্য)।
(দেখুন- আবুদাঊদ হা/৪৯২১; তিরমিযী হা/১৯৩৭; মিশকাত হা/৫০৩১, ৫০৩৩; সহীহাহ হা/৫৪৫)।
এছাড়া কল্যাণকর কাজের স্বার্থে সাময়িকভাবে মিথ্যার আশ্রয় নেয়া যায়। যেমন-
১) মুশরিকরা তাদের উৎসবে শরীক হওয়ার জন্য ইবরাহীম (আঃ)-কে দাওয়াত দিলে তিনি না যাওয়ার জন্য বলেন, إِنِّي سَقِيم ‘আমি অসুস্থ’ (সাফফাত ৮৯)।
২) মূর্তি ভাঙ্গার পরে তিনি বড় মূর্তিকে দোষারোপ করে বলেছিলেন, بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا فَاسْأَلُوهُم ‘বড়টাই তো একাজ করেছে। তাকে জিজ্ঞেস কর’ (আম্বিয়া ৬৩)।
৩) ইউসুফ (আঃ) ভাইদের রসদপত্রের মধ্যে ওজনের পাত্র লুকিয়ে রেখে ঘোষককে দিয়ে বলেছিলেন, أَيَّتُهَا الْعِيرُ إِنَّكُمْ لَسَارِقُون হে কাফেলার লোকজন! তোমরা অবশ্যই চোর’ (ইউসুফ ৭০)।
উল্লেখ্য, এগুলো প্রকৃত অর্থে মিথ্যা নয়, বরং ‘তাওরিয়াহ’। যা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য করা হয়ে থাকে। ওয়াল্লাহু আ'লাম।
َ رَسُولُ اللَّهِ ﷺَ يَقُولُ: لَا أَعُدُّهُ كَاذِبًا، الرَّجُلُ يُصْلِحُ بَيْنَ النَّاسِ، يَقُولُ: الْقَوْلَ وَلَا يُرِيدُ بِهِ إِلَّا الْإِصْلَاحَ، وَالرَّجُلُ يَقُولُ: فِي الْحَرْبِ، وَالرَّجُلُ يُحَدِّثُ امْرَأَتَهُ، وَالْمَرْأَةُ تُحَدِّثُ زَوْجَهَا-
রাসূলুল্লাহ ﷺ বলতেনঃ যে ব্যক্তি সম্পর্ক স্থাপনের জন্য যেসব কথা বলে থাকে সে কারণে তাকে আমি মিথ্যাবাদী মনে করি না। অনুরূপভাবে যুদ্ধের সময় কৌশল হিসেবে যেসব কথা বলা হয় এবং স্বামী স্ত্রীকে যা বলে এবং স্ত্রী স্বামীকে যা বলে (কল্যাণের জন্য)।
(দেখুন- আবুদাঊদ হা/৪৯২১; তিরমিযী হা/১৯৩৭; মিশকাত হা/৫০৩১, ৫০৩৩; সহীহাহ হা/৫৪৫)।
এছাড়া কল্যাণকর কাজের স্বার্থে সাময়িকভাবে মিথ্যার আশ্রয় নেয়া যায়। যেমন-
১) মুশরিকরা তাদের উৎসবে শরীক হওয়ার জন্য ইবরাহীম (আঃ)-কে দাওয়াত দিলে তিনি না যাওয়ার জন্য বলেন, إِنِّي سَقِيم ‘আমি অসুস্থ’ (সাফফাত ৮৯)।
২) মূর্তি ভাঙ্গার পরে তিনি বড় মূর্তিকে দোষারোপ করে বলেছিলেন, بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا فَاسْأَلُوهُم ‘বড়টাই তো একাজ করেছে। তাকে জিজ্ঞেস কর’ (আম্বিয়া ৬৩)।
৩) ইউসুফ (আঃ) ভাইদের রসদপত্রের মধ্যে ওজনের পাত্র লুকিয়ে রেখে ঘোষককে দিয়ে বলেছিলেন, أَيَّتُهَا الْعِيرُ إِنَّكُمْ لَسَارِقُون হে কাফেলার লোকজন! তোমরা অবশ্যই চোর’ (ইউসুফ ৭০)।
উল্লেখ্য, এগুলো প্রকৃত অর্থে মিথ্যা নয়, বরং ‘তাওরিয়াহ’। যা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য করা হয়ে থাকে। ওয়াল্লাহু আ'লাম।
No comments